১. |
প্রকল্পের নাম |
: |
বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা সদর হতে রুমা উপজেলা পর্যন্ত পল্লী সড়ক নির্মাণ |
২. |
প্রকল্প পরিচালকের নাম |
: |
|
৩. |
বাস্তবায়নকারী সংস্থা |
: |
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড |
৪. |
প্রকল্পের বাস্তবায়নকাল |
: |
অক্টোবর, ২০১৮ খ্রিঃ হতে জুন, ২০২২ খ্রিঃ পর্যন্ত |
৫. |
প্রাক্কলিত ব্যয় |
: |
৪৭৯০.০০ |
৬. |
প্রকল্প এলাকা |
: |
রুমা ও রোয়াংছড়ি উপজেলা। |
৭. |
প্রকল্প গ্রহণের প্রেক্ষাপট |
: |
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত বান্দরবান পার্বত্য জেলা। বান্দরবান পার্বত্য জেলার মোট আয়তন ৪,৭৪৯ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা ৪,০৪,০৭৯ জন। এখানে বাঙ্গালী জনগোষ্ঠীর পাশাপাশি ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বসবাস। রোয়াংছড়ি ও রুমা বান্দরবান পার্বত্য জেলার দু’টি গুরুত্বপূর্ণ উপজেলা। উপজেলা দু’টির মধ্যবর্তী দূরুত্ব মাত্র ২০.০০ কি:মি: হওয়া সত্বেও সরাসরী সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। উপজেলা দুটিতে পর্যটন শিল্প উন্নয়ন ও বিকাশের রয়েছে অপার সম্ভাবনা। এই পশ্চাৎপদ উপজেলা দু’টির প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নের জন্য এবং উপজেলা ভিত্তিক সরাসরী যোগাযোগ স্থাপনের লক্ষ্যে রোয়াংছড়ি উপজেলা সদর হতে রুমা উপজেলা পর্যন্ত পল্লী সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পটি নেওয়া হয়েছে। |
৮. |
মোট সুবিধাভোগীর সংখ্যা |
: |
আনুমানিক ১,২১,২৪০ জন। |
৯. |
উদ্দেশ্য |
: |
সাধারণ উদ্দেশ্য: ক) প্রকল্প এলাকার পল্লী সড়ক উন্নয়নের উন্নয়নের মাধ্যমে কৃষি/অকৃষি অর্থনীতির সঞ্চালন। খ) গ্রামীণ জনগণের জন্য গ্রাম, বাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা-প্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে যাতায়ত সুবিধা বৃদ্ধির মাধ্যমে জীবন যাত্রার মানোন্নয়ন। গ) স্বল্প ও দীঘ মেয়াদী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। |
সুনিদির্ষ্ট উদ্দেশ্য: ক) প্রকল্প এলাকার পল্লী সড়ক উন্নয়নের মাধ্যমে কৃষি/অকৃষি অর্থনীতির সঞ্চালন। খ) গ্রামীণ জনগণের জন্য গ্রাম, বাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা-প্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে যাতায়ত সুবিধা বৃদ্ধির মাধ্যমে জীবন যাত্রার মানোন্নয়ন। গ) স্বল্প ও দীঘ মেয়াদী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। |
|||
১০. |
প্রকল্পের প্রধান উপাদানসমূহ |
: |
ক) ১৯০৩৬৬.৬০ ঘ: মি: মাটির কাজ। খ) ২০.০০ কি:মি: ফ্লেক্সিবল পেভমেন্ট। গ) ৫০০ মি: রিজিড পেভমেন্ট। ঘ) ৮0.০০ মি: কালভার্ট। ঙ) ২১৮৫৯.৬৯ মি: ড্রেইন। চ) ২৫০.০০ মি: আরসিসি রিটেইনিং ওয়াল। ছ) ৮00.০০মি: ব্রীক রিটেইনিং ওয়াল। জ) ১00 টি সৌর বিদ্যুৎ প্যানেল (স্ট্রীট লাইট)। |
১১. |
প্রকল্পটির সাথে ভিশন-২০২১, এসডিজি, ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং সরকারের ইশতেহারের সম্পর্ক |
: |
১) ভিশন – ২০২১ ক) দারিদ্র্য দূরীকরণ খ) অবকাঠামো উন্নয়ন গ) ভৌগলিকভাবে পশ্চাৎপদ এলাকায় উন্নয়ন |
১) এসডিজি: ক) অভিজাত সহনশীল অবকাঠামো নির্মাণ খ) সবধরনের দারিদ্রের অবসান গ) সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ |
|||
১) ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা: ক) শিক্ষা, স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো খ) আর্থিক মুক্তি নিশ্চিত করণ গ) দূর্গম, প্রত্যন্ত এলাকার জনগণকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করণ |
|||
১) সরকারের ইশতেহার: ক) উন্নত, দক্ষ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নির্মাণ খ) যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন গ) প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার বিস্তৃতি ঘটানো |
|||
১২. |
প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ছবি |
: |
|
১৩. |
ছোট আকারের ভিডিও |
: |
ভিডিও |
১৪. |
বাস্তবায়ন অগ্রগতি |
: |
ভৌত অগ্রগতি 15% এবং আর্থিক অগ্রগতি 12.53% |